ঈদ আনন্দ নিজেতে নাকি সকলে?

Picture

ঈদ মানেই আনন্দ।তবে এই আনন্দ শুধু নিজের মাঝেই লুকিয়ে রাখার কোনো স্বার্থকতা নেই,অন্যের মাঝে ছড়িয়ে দেয়ার মাঝেই এর প্রকৃত স্বার্থকতা লুকিয়ে থাকে।ঈদ-উল-ফিতরকে সামনে রেখে অনেকেই নিজেকে নতুনভাবে সাজানোর জন্যে কেনাকাটার চিন্তা মাথায় নিয়ে ঘুরছেন।এমন ভাবনা মাথায় আসাটা খুব স্বাভাবিক হলেও,এটাও ভেবে দেখা দরকার যে মহল্লার কিছু মানুষ যারা আকাশকেই ছাদ বানিয়ে দিব্যি বসবাস করছেন,এমন মানুষগুলো হয়ত অন্য দশটা দিনের মত ঈদের দিনটিতেও একবেলার আহার জোটানো নিয়েই ব্যাস্ত থাকবে।
এবছর ভয়াবহ করোনা মহামারীর কারনে প্রচুর মানুষের জানমালের ক্ষয়ক্ষতির অন্ত নেই।দেশের অর্থনীতিতে এর প্রভাব বেশ ভালভাবেই টের পাচ্ছে সব মহলের মানুষ।এমতাবস্থায় খেটে খাওয়া মানুষগুলো এখন - জীবন নাকি জীবিকা? এই কঠিন প্রশ্নের সামনে দাড়িয়ে রয়েছে। বাস্তবতার দিক থেকে চিন্তা করে দেখলে বুঝতে পারবেন আপনার ঈদের জন্যে কেনা কিছু নতুন কাপড় আপনার মুখে সাময়িক হাসি ফোটাতে পারে,কিন্তু এই সমপরিমাণ অর্থ এই চরম সংকটকালে একটি অসহায় পরিবারের বেঁচে থাকার সাময়িক পাথেয় হয়েও থাকতে পারে।
তাই বলা বাহুল্য,সর্বানন্দ সর্বাঙ্গে খেলে যায় না....কিছু আনন্দের স্ফুলিঙ্গ নিশ্ছিদ্র হৃদপিণ্ডে দোলা দিয়ে যায়।।

2 comments:

Powered by Blogger.