করোনাকান্ত
মানুষগুলো বন্ধ ঘরে,
গরীবরা তো অন্ধকারে।
যন্ত্রগুলো ঘুম পাড়িয়ে,
যন্ত্রনাকে সঙ্গী করে,
গরীবরা তো অন্ধকারে।
যন্ত্রগুলো ঘুম পাড়িয়ে,
যন্ত্রনাকে সঙ্গী করে,
নিজ আকাশে মেঘ মাখিয়ে,
কাটছে দিন অলস হয়ে।
করোনার এই বয়ঃসন্ধিকালে
কাটছে দিন অলস হয়ে।
করোনার এই বয়ঃসন্ধিকালে
বিবেকটা আজ রসাতলে,
বিজ্ঞানীরা ব্যাস্ত হয়ে
করছে দাবি নিজ মন্ত্র নিয়ে।
কারখানার বিষাক্ত গ্যাসে
পরিবেশেও গন্ধ ভাসে,
বাতাসটা তাই আজ শুদ্ধ হয়ে
বয়ে বেড়ায় স্নিগ্ধতা নিয়ে।
বিমানগুলো মুখ লুকিয়ে
অলস আকাশে ঘুড়ি ওড়ে,
আলো আঁধারের এই দিনগুলো যে
থাকবে মোদের শিক্ষা হয়ে।
পরিবেশেও গন্ধ ভাসে,
বাতাসটা তাই আজ শুদ্ধ হয়ে
বয়ে বেড়ায় স্নিগ্ধতা নিয়ে।
বিমানগুলো মুখ লুকিয়ে
অলস আকাশে ঘুড়ি ওড়ে,
আলো আঁধারের এই দিনগুলো যে
থাকবে মোদের শিক্ষা হয়ে।
No comments