মাস্কের নগরী ঢাকা

    কোভিড১৯ প্রকৃতির এর মনে যত টা না দাগ কেটেছে,তার চেয়ে বেশি দাগ কেটেছে প্রকৃতির গায়ে আর সেটা বোঝা যায় একটু বাহিরে নজর দিলেই।রাস্তায় পড়ে রয়েছে বেওয়ারিশ অজস্র মাস্ক বা মুখোশ।বোঝারই উপায় নেই যে এ শহরে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা রয়েছে অথবা হয়তো বোঝাই যায় না এ শহরে মানুষ এর চেয়ে রাস্তায় পড়ে থাকা মাস্কের সংখ্যা বেশি কিনা!



ভাইরাস থেকে নিজেকে বাচাঁতে আমরা কত পদক্ষেপই তো নিচ্ছি যার মধ্যে মাস্ক ব্যবহার অন্যতম।আর দিনশেষে বিষাক্ত এই মাস্ককেই কি আমরা যেখানে সেখানে ফেলে অন্যের জন্যে হুমকি তৈরী করছি না?




শহরের রাস্তায় বা যেখানে সেখানে ফেলা ব্যবহৃত এই মাস্কগুলো থেকেই ছড়াতে পারে ভাইরাস খুব সহজে। পাশাপাশি এর মাধ্যমে রাস্তার নিরীহ কুকুর কিংবা বিড়ালগুলো রোগাক্রান্ত হতে পারে যা আমাদের মানবতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে।বিবেকসম্পন্ন মানুষ হয়ে এরকম অসচেতনতামূলক কাজ আমাদের বিবেকের দিকেই আঙ্গুল তুলছে না তো???


1 comment:

Powered by Blogger.